• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা যুদ্ধ : বেতনের অর্ধেক অনুদান টাইগারদের

  ক্রীড়া ডেস্ক

২৫ মার্চ ২০২০, ১৩:২৭
করোনায় বেতনের অর্ধেক অনুদান দিলেন জাতীয় ক্রিকেটাররা
করোনায় বেতনের অর্ধেক অনুদান দিলেন জাতীয় ক্রিকেটাররা (ছবি : বিসিবি)

বরাবরই দুর্যোগের সময় জাতীয় দলের ক্রিকেটাররা সাধারণ মানুষের পাশে এগিয়ে আসেন। বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় তাই অর্থ অনুদান দিচ্ছেন ক্রিকেটাররা। পাশে দাঁড়াচ্ছেন সরকারের।

জাতীয় দলের ২৭ ক্রিকেটার চলতি মাসের বেতনের অর্ধেক টাকা অনুদান দিয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, বিসিবির কেন্দ্রীয় চু্ক্তিতে থাকা ১৭ জন আর চুক্তির বাইরের যে ১০ ক্রিকেটার গেল তিন মাস নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তারাও দেবেন বেতনের ৫০ ভাগ অনুদান।

অর্থাৎ করোনা ইস্যুতে মোট ২৭ ক্রিকেটার ৩১ লাখ টাকা অনুদান হিসেবে দিচ্ছেন। ট্যাক্স কাটার পর সরকারের কোষাগারে জমা হবে ২৬ লাখ টাকা।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বুধবার (২৫ মার্চ) সকাল পর্যন্ত এক দিনে ২ হাজার ৩৬৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৯২ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন।

অপরদিকে প্রথমবারের মতো মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এখন পর্যন্ত ৩৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি প্রাণ গেছে পাঁচজনের। তাছাড়া কোয়ারেন্টিনে আছেন আরও অনেকে। যাদের মধ্যে অধিকাংশই বিদেশফেরত।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড