• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা ঠেকাতে ‘অসমর্থ’ যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চায় ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ ২০২০, ১২:৪৫
যুক্তরাষ্ট্র-ইরান
ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্বের বিভিন্ন দেশের মতো করোনা ভাইরাস ভয়াবহ হয়ে উঠছে যুক্তরাষ্ট্রেও। ইতোমধ্যে দেশটিতে ৭৮৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ অবস্থায় মার্কিন প্রশাসনকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে ইরান। সম্প্রতি তেহরানের উপস্বাস্থ্যমন্ত্রী এ ঘোষণা দেন।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানায়, যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় দেশটিকে সহায়তার আশ্বাস দিয়েছে আরেক বিপর্যস্ত দেশ ইরান। একই সঙ্গে করোনা প্রতিহত করতে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছে তেহরান।

এ সম্পর্কে ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলি রেজা রায়েসি বলেন, করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্র যদি আসলেই ইরানের কাছ থেকে সহায়তা নিতে চায় তাহলে আমাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এ বিষয়ে মার্কিন স্বাস্থ্যকর্মীদের আরও গভীরভাবে ভাবা উচিত।

ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম নয়। এক্ষেত্রে ইরান বেশ সফলতা দেখিয়েছে। এ কারণে মার্কিন কর্তৃপক্ষ যদি সত্যিই আমাদের সাহায্য নিতে চায় তাহলে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে ভাবতে হবে তাদের।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড