• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুর্জ খলিফার গায়ে ‘ঘরে থাকুন’ বার্তা

  অধিকার ডেস্ক

২৫ মার্চ ২০২০, ০৯:২৫
বুর্জ খলিফা
ছবি : সংগৃহীত

দুবাইয়ের ঝলমলে বুর্জ খলিফার গায়ে জ্বলজ্বল করে উঠলো বার্তা। ইংরেজি আর আরবি ভাষায় যাতে লেখা রয়েছে, ‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন’। করোনা মোকাবিলায় এমন বার্তাই এবার দেখা গেল সুউচ্চ এই ভবনের গায়ে।

করোনা পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি বাসিন্দাকে সরকারের পক্ষ থেকে বাড়িতে থাকতে বলা হয়েছে। বাজারের জরুরি জিনিসপত্র, খাবার আর ওষুধ কিনতে অর্থাৎ, কেবল খুব প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে মানুষ।

আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই সময়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ পালন করতেই হবে। এড়িয়ে চলতে হবে ভিড় বা জনসমাগম, মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। করোনা মোকাবিলায় এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন : করোনায় মৃতের সংখ্যা প্রায় ১৯ হাজার, আক্রান্ত ৪ লাখ

কমার্শিয়াল সেন্টার থেকে শুরু করে শপিং মল, মাছ-মাংস এবং সবজি বাজার দুই সপ্তাহ অন্তর বসবে বলে জানিয়েছে আরব আমিরাতের সরকার। সরকারের এসব নির্দেশ অমান্য করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড