• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রবাসে করোনায় আক্রান্ত ৬৫ বাংলাদেশি, মৃত ৪

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ ২০২০, ২৩:০৫
করোনা-ভাইরাস
ফাইল ছবি (সংগৃহীত)

মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত সারা বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৬৫ জন বাংলাদেশি এবং মারা গেছেন ৪ জন। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে ৩০ জন ইতালিতে ও ২০ জন স্পেনে। বাকিরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। এ দিকে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিদেশের মাটিতে এখন পর্যন্ত অন্তত চার বাংলাদেশি মারা গেছেন। এরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালিতে বসবাস করতেন।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে সোমবার (২৩ মার্চ) রাত পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৩ জন। এর মধ্যে মারা গেছেন ১৫ হাজার ৪৯১ জন এবং ১ লাখ ৬৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাধীন করোনা রোগী আছেন ২ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন। এদের মধ্যে ১১ হাজার ৬৫২ জনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন : ইরানের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পায় মার্কিন যুদ্ধবিমান

হিসাব বলছে, এখন পর্যন্ত করোনা ভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি। দেশটিতে প্রতিদিন ৫০০-৬০০ মানুষ মারা যাচ্ছেন। এ পর্যন্ত ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮ জনে পৌঁছেছে। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ৪৭৬ জন এবং ৩ হাজার জনের অবস্থা গুরুতর।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড