• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা ভাইরাস আতঙ্ক

জ্যামিতিক হারে বাড়ছে সংক্রমণ, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভয়াবহ

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ ২০২০, ১২:২০
করোনা ভাইরাস
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে (ছবি : শিনহুয়া)

করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা এর মধ্যে ৩ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। করোনার কারণে এখন ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের চেয়েও বেশি সমস্যায় আছে যুক্তরাষ্ট্র ও ইতালি।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে জ্যামিতিক হারে বাড়ছে করোনার সংক্রমণ। আর এভাবে বাড়তে থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির নীতি নির্ধারকরা। খবর ‘সিএনএন’।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় দেড় হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। সবমিলিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে এ পর্যন্ত ৩৪ হাজার ৯০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪৫৭ জন।

এমন পরিস্থিতিতে নিউইয়র্কের মেয়র ডি ব্লাসিও স্বয়ং বলেছেন, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। আগামী ১০ দিনের মধ্যেই করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। হাজার চেষ্টা সত্ত্বেও করোনার নতুন সংক্রমণ ঠেকানো যাচ্ছে না।

এ দিকে নীতি নির্ধারকরা বলেছেন, এভাবে জ্যামিতিক হারে সংক্রমণ বাড়তে থাকলে করোনা ভাইরাস শনাক্তের কিট সংকট শুরু হবে। ভেন্টিলেশনের যন্ত্রপাতির সংকট সৃষ্টি হবে। সার্জিক্যাল মাস্ক পাওয়া যাবে না। এভাবে চিকিৎসাপণ্যের সংকট বাড়তে থাকলে হাসপাতালগুলোর কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুন : যুক্তরাজ্যের পরিস্থিতি হবে ইতালির চেয়েও ভয়াবহ : বরিস জনসন

প্রসঙ্গত, সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ হাজার ৭০৩ জন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড