আন্তর্জাতিক ডেস্ক
করোনা সংক্রমণের আশঙ্কায় পূর্ব প্রস্তুতি নেওয়া বিশ্ব নেতাদের তালিকায় এবার আরও একজনের নাম যোগ হলো। তিনি হলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। নিজ ইচ্ছায় হোম কোয়ারেন্টিনে গেছেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত এক চিকিৎসকের সঙ্গে দেখা হওয়ার জেরে মার্কেল হোম কোয়ারেন্টিনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর ‘রয়টার্স’।
বিষয়টি নিশ্চিত করে মার্কেলের মুখপাত্র স্টিফেন সেবার্ট জানান, রবিবার (২২ মার্চ) একটি সংবাদ সম্মেলনের পরই ওই চিকিৎসকের করোনা আক্রান্তের খবর জানানো হয়। এর আগে গত শুক্রবার (২০ মার্চ) ওই চিকিৎসক মার্কেলকে একটি ভ্যাকসিন দেন। চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ার তথ্য পাওয়ার পরেই অ্যাঞ্জেলা মার্কেল নিজ ইচ্ছায় হোম কোয়ারেন্টিনে গেছেন।
সেবার্ট আরও বলেন, আগামী দিনগুলোতে নিয়মিত আঞ্জেলা মার্কেলের পরীক্ষা করা হবে। তিনি চ্যান্সেলরের সব দায়িত্ব বাড়ি থেকেই পালন করবেন।
আরও পড়ুন : করোনার থাবায় রুদ্ধ ইতালিতে ভূমিকম্পের আঘাত
যেসব দেশে করোনা ব্যাপকভাবে ছড়িয়েছে সেগুলোর তালিয়ায় পাঁচ নম্বরে আছে জার্মানির নাম। দেশটিতে এখন পর্যন্ত ২৪ হাজার ৮৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এর মধ্যে মারা গেছেন ৯৪ জন।
ওডি/এসসা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড