• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আতঙ্ক

এপ্রিলেই ভেঙে পড়তে পারে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা

  আন্তর্জাতিক ডেস্ক

২১ মার্চ ২০২০, ১৮:১৯
করোনা ভাইরাস
করোনা ভাইরাসের কারণে সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে (ছবি : সিএনএন)

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। এমন অবস্থায় ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা এপ্রিল মাসের শেষের দিকে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

করোনা ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে তিনি এই আশঙ্কার কথা জানালেন। খবর ‘আল-জাজিরা’।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ৬৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।

এ বিষয়ের দিকে ইঙ্গিত করে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক মান্ডেত্তা শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে বলেন, ব্রাজিলের সাও পাওলোতে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আগামী সপ্তাহে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এভাবে বাড়তে থাকলে আগামী এপ্রিলের মধ্যেই ভেঙে পড়বে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা।

আরও পড়ুন : ইতালিতে করোনায় মৃতদের গড় বয়স প্রায় ৭৯

এ দিকে করোনার কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতিতে শুক্রবার ব্রাজিলে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এছাড়া করোনা মোকাবিলায় তহবিল বরাদ্দ করা হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড