• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির ভিডিও প্রকাশ

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি ২০২০, ২০:৫৮
মার্কিন ঘাঁটি
হামলায় ওই ঘাঁটির প্রায় এক-চতুর্থাংশ এলাকা ধ্বংস হয়ে গেছে (ছবি : সিএনএন)

সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে গত বুধবার ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রথম ভিডিও প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ‘সিএনএন’।

রবিবার (১২ জানুয়ারি) প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনাদের ড্রইংরুম ও বাসস্থান ধ্বংস হয়ে গেছে। আর আগুনে পুড়ে গেছে সামরিক ঘাঁটির ভেতরের বিভিন্ন স্থাপনা।

‘সিএনএনের’ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সে দিন প্রায় দুই ঘণ্টা ধরে মার্কিন সেনাদের ঘাঁটির বিভিন্ন অংশে হামলা চালায়। এতে ওই ঘাঁটির প্রায় এক-চতুর্থাংশ এলাকা ধ্বংস হয়ে গেছে।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। এর প্রতিশোধ নিতে গত বুধবার (৮ জানুয়ারি) ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করছে তেহরান।

আরও পড়ুন- হত্যাকাণ্ড চালিয়ে ইরানকে দমানো যাবে না : লারিজানি

তবে ইরানের দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ঘাঁটির মার্কিন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল স্টাসি কলেমস্যানের দাবি, হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা পেয়ে তারা বাংকারে লুকিয়েছিলেন। তাই কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড