• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউরোপিয়ান এয়ারলাইন্সকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি ২০২০, ১৯:১৪
বিমান
বিমান (ছবি : দ্য গার্ডিয়ান)

ইউরোপিয়ান এয়ারলাইন্সকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইইউ অ্যাভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। ভুল করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমান ভূপাতিত হওয়ার জেরে এই পরামর্শ দেওয়া হলো।

এ বিষয়ে রবিবার (১২ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে ইএএসএ জানিয়েছে, ইউরোপীয় দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যেন ইরানের আকাশে ২৫ হাজার ফুটের বেশি উচ্চতায় বিমান না চালায়।

ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ভুল করে ভূপাতিত করার ইরানি স্বীকারোক্তির প্রেক্ষিতে এই পরামর্শ দেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে জানিয়েছে ইএএসএ।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে গত বুধবার (৮ জানুয়ারি) ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর কয়েক ঘণ্টা পর তেহরানে ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়।

আরও পড়ুন- হঠাৎ ইরান সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রথমে বিমানটি ভূপাতিত করার কথা অস্বীকার করলেও শনিবার (১১ জানুয়ারি) নিজেদের ভুল স্বীকার করেছে ইরান।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড