• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাহাদ হত্যা মামলার আসামিদের যার বাড়ি যেখানে

  অধিকার ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ১৬:৩৩
আবরার ফাহাদক
আবরার ফাহাদক (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা। নিহত ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ১ দিন পর আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ্ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে থাকা আসামিদের মধ্যে এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া এজাহারে নাম না থাকার পরেও ডিবি পুলিশ আরও ৩ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- অমিত শাহা, মিজানুর রহমান ওরফে মিজান ও শামসুল আরেফিন আরাফাত। এই তিনজনের নাম এজাহারে না থাকার পরেও প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি আসায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

এজাহারে উল্লেখ থাকা মামলার আসামিদের নাম ও ঠিকানা দৈনিক অধিকারের পাঠকদের উদ্দেশে নিম্নে দেওয়া হলো।

১। মেহেদী হাসান রাসেল। (গ্রেফতার) পিতা- রুহুল আমিন। মাতা- ঝর্না আমিন। গ্রাম- রাঙ্গারদিয়া। পোস্ট- সূর্ঝদিয়া। থানা- সালথা। জেলা- ফরিদপুর।

২। মুহতাসিম ফুয়াদ। (গ্রেফতার) পিতা- আবু তাহের। মাতা- সালমা ইয়াসমিন। গ্রাম- লাঙ্গলমোর। পোস্ট। দৌলতপুর। থানা- ছাগলনাইয়া। জেলা- ফেনী। ৩। অনিক সরকার (গ্রেফতার) পিতা- আনোয়ার হোসেন । মাতা- সাহিদা বেগম। গ্রাম- বড়ইকুড়ি। পোস্ট। মোহনপুর। থানা- মোহনপুর। জেলা- রাজশাহী।

৪। মেহেদী হাসান রবিন (গ্রেফতার) পিতা- মাকসুদ আলি। মাতা- রাশিদা বেগম। গ্রাম- কাপাসিয়া। পোস্ট। চৌমুহনী। থানা- পবা। জেলা- রাজশাহী।

৫। ইফতি মোশারফ সকাল (গ্রেফতার) পিতা- ফকির মোশারফ হোসেন। মাতা- রাবেয়া মোশারফ। বাড়ী নং- ৩৯৫, ও্য়ার্ড নং-১, সদর থানা, জেলা- রাজবাড়ী।

৬। মনিরুজ্জামন মনির (গ্রেফতার) পিতা- মাহতাব আলী। মাতা- এলিজা বেগম। গ্রাম- ভাঙ্গারিপাড়া। থানা- বীরগঞ্জ। জেলা- দিনাজপুর।

৭। মো. মেফতাহুল ইসলাম জিয়ন। (গ্রেফতার) পিতা- শহিদুল ইসলাম। মাতা- সাহনাজ বেগম। গ্রাম- শঠিবাড়ী। থানা- মিঠাপুকুর। জেলা- রংপুর।

৮। মাজেদুল ইসলাম। (অজ্ঞাত) এ/পি- বুয়েট শেরেবাংলা হল। (১৭ তম ব্যাচ)। (এমএমই বিভাগ)

৯। মো. মুজাহিদুল (অজ্ঞাত) (গ্রেফতার) এ/পি- বুয়েট শেরেবাংলা হল। রুম নং- ৩০৩ (১৬ তম ব্যাচ)। (ইইই বিভাগ)

১০। তানভীর আহমেদ। (অজ্ঞাত) (গ্রেফতার) এ/পি- বুয়েট শেরেবাংলা হল। (১৬ তম ব্যাচ)। (এমই বিভাগ)

১১। হোসেন মোহাম্মদ তহা (গ্রেফতার) এ/পি- বুয়েট শেরেবাংলা হল। রুম নং- ২১১ (১৭ তম ব্যাচ)। (এমই বিভাগ)

১২। জিসান (অজ্ঞাত) এ/পি- বুয়েট শেরেবাংলা হল। রুম নং- ৩০৩ (১৬ তম ব্যাচ)। (ইইই বিভাগ)

১৩। মো. আকাশ। (অজ্ঞাত) (গ্রেফতার) এ/পি- বুয়েট শেরেবাংলা হল। রুম নং- ১০০৮ (১৬ তম ব্যাচ)। (সিই বিভাগ)

১৪। মো. শামীম বিল্লাহ। (অজ্ঞাত) এ/পি- বুয়েট শেরেবাংলা হল। (১৭ তম ব্যাচ)। (মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ)

১৫। মো. শাদাত (অজ্ঞাত) এ/পি- বুয়েট শেরেবাংলা হল। (১৭ তম ব্যাচ)। (এমইবিভাগ)

১৬। মো. তানিম। (অজ্ঞাত) এ/পি- বুয়েট শেরেবাংলা হল। (১৭ তম ব্যাচ)। (সিই বিভাগ)

১৭। মো. মুরশেদ (অজ্ঞাত) এ/পি- বুয়েট শেরেবাংলা হল। (১৭ তম ব্যাচ)। (এমই বিভাগ)

১৮। মো. মোয়াজ (অজ্ঞাত) এ/পি- বুয়েট শেরেবাংলা হল। (১৭ তম ব্যাচ)। (সিএসই বিভাগ)

১৯। জেমি (অজ্ঞাত) (গ্রেফতার) এ/পি- বুয়েট শেরেবাংলা হল। (১৭ তম ব্যাচ)।

প্রসঙ্গত, গত রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

ওডি/এসএস

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড