• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যাসিনোর মালিক যুবলীগ নেতা খালেদসহ আটক ১৪২  

  নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪০
ফকিরাপুলের কেসিনোতে অভিযান
যুবলীগ নেতা খালেদ ও ক্যাসিনোর ভিতরে র‍্যাবের অভিযান (ছবি : সম্পাদিত)

রাজধানীর ফকিরাপুল এলাকার ইয়ংমেন্স ক্লাবের নিষিদ্ধ জুয়ার ক্যাসিনোর মালিক মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়াসহ অন্তত ১৪২ জনকে আটক করেছে র‍্যাব।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ফকিরাপুলের ওই কেসিনোতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের আগ থেকেই ক্লাবটি ঘিরে রাখে র‍্যাবের সদস্যরা। এ সময় ১৪২ জন আটকসহ বিপুল পরিমাণ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করে র‍্যাব।

সারোয়ার আলম বলেন, অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।

অন্যদিকে গুলশানের বাসা থেকে এই ক্যাসিনোর মালিক মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‍্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম দৈনিক অধিকারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর মতিঝিলের কয়েকটি ক্যাসিনোতে র‌্যাবের অভিযান চলছে। এর প্রেক্ষাপটে খালেদ ভূইয়ার বাসা ঘিরে রাখা হয়েছে।’

সারোয়ার বিন কাশেম আরও বলেন, ‘খালেদকে জিজ্ঞাসবাদের জন্য আটক করা হয়েছে।’

ওডি/এআর

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড