• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘুষ কেলেঙ্কারির এনামুল বাছির গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই ২০১৯, ২৩:৫৭
খন্দকার এনামুল বাছির
খন্দকার এনামুল বাছির (ফাইল ফটো)

পুলিশের বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের সঙ্গে ঘুষ কেলেঙ্কারিতে জড়ানো দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির গ্রেফতার হয়েছেন।

সোমবার (২২ জুলাই) রাতে তাকে গ্রেফতার করেছে দুদক। তার আইনজীবী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী কামাল হোসেন বলেন, রাত সাড়ে ১০টা দিকে রাজধানীর দারুসসালামের একটি বাড়ি থেকে বাছিরকে গ্রেফতার করেছে দুদক।

গত ১৬ জুলাই মিজানুর রহমান ও এনামুল বাছিরের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ এনে মামলা করে দুদক। দুদক পরিচালক ও অনুসন্ধান দলের প্রধান শেখ মোহাম্মদ ফানাফিল্যা মানি লন্ডারিং আইনে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

এর আগে দুদক প্রধান কার্যালয় থেকে মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়। ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ উঠলে দুদক পরিচালকের পদ থেকে বাছির ও ডিআইজির পদ থেকে মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়।

ওডি/এমআর

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড