• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩০ হাজার টাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল! 

  বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ী

১১ জুলাই ২০১৯, ০৯:৩৯
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল
চন্দনা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ (ছবি : দৈনিক অধিকার)

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোনার ঘাট এলাকায় চন্দনা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ বন্ধ করে দিল কর্তৃপক্ষ।

বুধবার (১০ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপারা পদমদী গ্রামের আ. কাদের শেখের ছেলে মো. রফিক শেখ পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে আরসিসি পিলার করে পাকা স্থাপনা নির্মাণ করছিল। পরে বিষয়টি জানার পর কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে রফিক শেখ জানান, আমি রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা গিয়াস ও ওয়ার্ক অ্যাসিন্টেট কাসেমের মাধ্যমে ৩০ হাজার টাকা দিয়ে ২৪ হাত/১২ হাত জমি লিজ নিই। এই জমি লিজ নিয়ে দোকান ঘর করছি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও মাহমুদুল হাসান বলেন, পিলার উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয়েছে। এরপর যদি আবারও কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/আরএইচএস

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড