• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

খাওয়ার মসলা দিয়ে তৈরি হচ্ছে হার্টের ওষুধ!

  অধিকার ডেস্ক

১৭ জুন ২০১৯, ১৯:২৮
ভেজাল ওষুধ
ভেজাল ওষুধ (ছবি : সংগৃহীত)

ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৯ টি গোডাউনসহ একটি প্রতিঠানকে সিলগালা করেছে র‍্যাব। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ লাখ টাকা জরিমানাসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১৭ জুন) দুপুরে রাজধানীর জুরাইনে এ অভিযান চালানো হয়।

র‍্যাবের অভিযান চালানো গোডাউনে গিয়ে দেখা যায়, সাধারণ খাবার মসলা বোতলে ভরে রাখা হয়েছে। এছাড়া এসব সাধারণ জিনিসপত্র দিয়েই হার্টের ব্যথানাশক ক্যাপসুল বানানো হচ্ছে এবং বলা হচ্ছে এসব ওষুধ খেলেই নাকি যেকোনো ব্যথা চলে যাবে।

এ দিকে এসব ক্যাপসুল একটি প্যাকেটে ভরে রাখা হয়েছে। যার গায়ে কোনোরকম কোনো ব্যাচ নং, ওষুধ তৈরি বা মেয়াদোত্তীর্ণ তারিখ কিছুই নেই।

এসব ক্যাপসুল খুলে দেখা যায়, কালিজিরার গুড়া ছাড়া আর কিছুই নেই। এই কোম্পানির আরও যেসব গোডাউন রয়েছে সেখানেও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাবেন বলে জানিয়েছেন।

ওডি/এসএস

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড