• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাদ গেল না গরুর মাংসও!

  নিজস্ব প্রতিবেদক

২৭ মে ২০১৯, ১৬:৪৫
কৃত্রিম রং দিয়ে বানানো রক্ত মেশানো মাংস
কৃত্রিম রং দিয়ে বানানো রক্ত মেশানো মাংস (ছবি : সংগৃহীত) 

ভেজাল ও কৃত্রিম রং কেমিকেল থেকে বাদ গেল না মাংসের বাজারও। রাজধানীতে গরুর মাংসে লাল রং দিয়ে কৃত্রিম রক্ত তৈরি এবং ভারতীয় মহিষের মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগে ৩ জনকে আটক করেছে র‍্যাব।

এ সময় ওই দোকান থেকে ৬ মণ মাংস জব্দ করা হয় ও ওই ২ দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ মে) দুপুরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর নিউ মার্কেট কাঁচাবাজারে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে র‍্যাব।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গরুর মাংসে রং মেশানোর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান দুই থেকে তিন দিন আগের মাংসে রং মিশিয়ে তাজা রক্তের মতো করে বিক্রি করছে দোকানদাররা। ভারতীয় মহিষের মাংস গরুর মাংস বলে চালানো হতো। এই অভিযোগে নিউমার্কেট এলাকার দুটি দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে আটক করা হয়েছে।

সারওয়ার আলম আরও বলেন, ওই দুই দোকান থেকে জব্দ করা হয়েছে ছয় মণ মাংস। অভিযান চলমান আছে, পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

ওডি/এসএস

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড