• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাঙ্গাইলে যৌতুকের দাবিতে নববধূকে সিগারেটের আগুনে ছ্যাঁকা

  টাঙ্গাইল প্রতিনিধি

২৬ এপ্রিল ২০১৯, ০৫:২২
টাঙ্গাইলে দগ্ধ নববধূ
টাঙ্গাইলে সিগারেটের আগুনের ছ্যাঁকায় দগ্ধ নববধূ। (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সজীব মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে যৌতুকের দাবিতে তার সদ্য বিবাহিত স্ত্রীকে সিগারেটের আগুনে ছ্যাঁকা দিয়ে দগ্ধ করার অভিযোগ উঠেছে। যদিও এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে দগ্ধ সেই নারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত সজীব উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান গ্রামের আজিজুল ইসলামের ছেলে। আর সেই নববধূ খাদিজা আক্তার (১৮) টাঙ্গাইল সদরের বাঘিল ইউনিয়নের খুদ্দী জুগনী এলাকার বাসিন্দা আবুল হোসেনের মেয়ে।

এদিকে নির্যাতনের শিকার খাদিজার বাবা আবুল হোসেন বলেন, ’গত ২২ দিন আগে সজীবের সঙ্গে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সজীব ও খাদিজার মধ্যে মনোমালিন্য চলছিল। বিভিন্ন সময় সজীব যৌতুকের দাবিতে তাকে মারধর করত।’

‘এরপর গত মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে খাদিজাকে হাত-পা বেঁধে তার শরীরের বিভিন্ন স্থানে সিগারেট দিয়ে আগুনে ছ্যাঁকা দেয়। পরে বুধবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি আমাকে জানালে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসি।’

খাদিজার বাবা এও বলেছিলেন, ‘মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে দগ্ধ হওয়ায় কান্নাকাটি করছিল। পরে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছি।’

অপরদিকে অভিযুক্ত সজীবের স্বজনদের দাবি, প্রায় দুই বছর আগে খাদিজার আরও একটি বিয়ে হয়েছিল। এ নিয়ে খাদিজার দ্বিতীয় বিয়ে। তবে সজীব ও খাদিজার মধ্যে কোনো সমস্যা ছিল না। ভালোভাবেই তাদের সংসার চলছিল। পরে বুধবার (২৪ এপ্রিল) সকালে খাদিজার বাবা ও দাদাকে দাওয়াত দিয়ে আনা হয়। পরে ভালোভাবেই খাদিজা তার বাবার বাড়িতে যায়।

আরও পড়ুন :- প্রিয় নুসরাত | মুহম্মদ জাফর ইকবাল

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন আলী গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় মোট খাদিজার স্বামী সজীবসহ মোট পাঁচজনকে আসামী করে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। যে কারণে এতে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়। তাছাড়া বাকি আসামিদেরও গ্রেফতারের জোর চেষ্টা চলছে। আশা করি, খুব শিগগিরই তাদের পুলিশি হেফাজতে নেওয়া সম্ভব হবে।’

ওডি/কেএইচআর

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড