• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউএস বাংলার টয়লেটে ১৪ কেজি স্বর্ণ

  অধিকার ডেস্ক    ২১ এপ্রিল ২০১৯, ১৩:১৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা বিমানের টয়লেট থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন প্রায় ১৪ কেজি আর এই স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।

শনিবার (২১ এপ্রিল) বিকেলে ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে ওই উড়োজাহাজের টয়লেট তল্লাশি করে এই স্বর্ণ পাওয়া যায়।

গোপন সূত্রে তথ্য পাওয়ার পর ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণের করলে কাস্টমস গোয়েন্দা দল ফ্লাইটটির দিকে নজর রাখে। সেটি অবতরণের সঙ্গে সঙ্গে গোয়েন্দা দল তল্লাশি শুরু করে। এক পর্যায়ে ওই ফ্লাইটের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহিদুল ইসলাম বলেন, এসব স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ওডি/এসএস

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড