• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীমঙ্গলে পঁচা দই বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

  শ্রীমঙ্গল প্রতিনিধি, মৌলভীবাজার

২৪ মার্চ ২০১৯, ০৩:১৮
পঁচা দই বিক্রি
পঁচা দই বিক্রি ( ছবি : দৈনিক অধিকার )

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসি পঁচা দই বিক্রির অভিযোগে দই বিক্রেতা বাবু দেবকে (৪২) ১৫ হাজার টাকা জরিমানা অন্যথায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মার্চ) রাত ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে এ জরিমানা করা হয়।

জানা যায়, গত জানুয়ারি মাস থেকে বাবু দেব গাড়িতে করে শ্রীমঙ্গলের বিভিন্ন স্থানে বগুড়ার শেরপুরের বিখ্যাত ‘মুক্তি দই’ বলে কম দামে ক্রেতাদের কাছে বিক্রি করত। বিগত বেশ কিছুদিন আগে এই দই শ্রীমঙ্গলে বিক্রি না করার জন্য শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি কর্তৃক বাবুকে সতর্ক করে দেয়া হয়। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে দই বিক্রি চালিয়ে যায় বাবু দেব।

যার প্রেক্ষিতে শনিবার রাতে স্থানীয় জনতা দই বিক্রির সময় বাবুকে আটক করে এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের শরণাপন্ন হয়। পরে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতারা প্রশাসনকে বিষয়টি জানানো হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দই বিক্রেতা বাবু দেবকে জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদুল আলম।

এ ব্যাপারে শাহাদুল আলম বলেন, দুর্গন্ধ বাসি পঁচা দই বিক্রির অভিযোগে তাকে এই জরিমানা করা হয়।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড