• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেনেভা ক্যাম্পে র‍্যাবের মাদকবিরোধী অভিযান, আটক শতাধিক

  অধিকার ডেস্ক    ২২ মার্চ ২০১৯, ১৪:৪১

মুফতি মাহমুদ খান
অভিযান শেষে সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ খান। (ছবি : সংগৃহীত)

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (২২ মার্চ) ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, ক্যাম্পের প্রায় ১৩টি স্পটে অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

তিনি বলেন, 'আমাদের কাছে তথ্য ছিল যে, ইতোমধ্যে যারা আটক হয়ে জামিনে বেরিয়ে এসেছেন, তারা পুনরায় একই কাজে নিযুক্ত। তাই র‍্যাব-২ এর সমন্বয়ে প্রায় পাঁচ শতাধিক র‌্যাব সদস্য নিয়ে জেনেভা ক্যাম্পের চারপাশ ঘিরে ফেলা হয়।'

মুফতি মাহমুদ আরও বলেন, 'অভিযানের সময় বাইরে এবং ভেতরে যেতে দেয়া হয়নি কাউকে। পরে ভেতরে মাদক ব্যবসায়ীদের তল্লাশি করা হয়। যাদের কাছে মাদক পাওয়া যায়, তাদেরই আটক করা হয়েছে।'

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড