• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাহজালালে ১ কেজি স্বর্ণসহ নারী ব্যাংক কর্মকর্তা আটক

  অধিকার ডেস্ক    ১৮ মার্চ ২০১৯, ১৩:০৪

১ কেজি স্বর্ণসহ আটক
নারী ব্যাংক কর্মকর্তা ১ কেজি স্বর্ণসহ আটক

প্রিমিয়ার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এবং কলাবাগান শাখার ডেপুটি ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ রাজিয়া সুলতানাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণালঙ্কারসহ আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

সোমবার (১৮ মার্চ) বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।

মালয়েশিয়া থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সোমবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে। তিনি ওই ফ্লাইটের যাত্রী ছিলেন বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে থাকা স্বর্ণালঙ্কারগুলো স্ক্যানারে ধরা পড়ে। এসময় তার কাছ থেকে প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে ঢাকা কাস্টমস হাউজের সদস্যরা তাকে আটক করে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড