• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে পাঁচতলা থেকে রিমান্ডে থাকা ‘জঙ্গির’ লাফ !

  অধিকার ডেস্ক    ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৭

জঙ্গি
শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ ছবি (সংগৃহীত)

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট ভবনের পাঁচতলা থেকে লাফি দিয়েছেন রিমান্ডে থাকা এক ‘জঙ্গি’। সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

লাফিয়ে পড়া ওই নব্য জেএমবির নাম শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ (২৬)। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, ‘গোলাম হোসেনকে হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় তিনি পাঁচতলা থেকে লাফিয়ে পড়েন। তিনি প্রথমে বিদ্যুতের তারে ও পরে একটি গাড়ির ওপর পড়েন।’

তিনি আরও জানান, ‘বিদ্যুতের তারে পড়ে তার একটি পা পুড়ে গেছে। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং সম্পূর্ণ শঙ্কামুক্ত। তার বিরুদ্ধে হেফাজত থেকে পালানোর অভিযোগে মামলা করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে শেখ গোলাম হোসেনকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানার দুর্লভপুর গ্রামে। নব্য জেএমবির সিলেট এলাকার আঞ্চলিক কমান্ডার আল আমিনকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে গোলাম হোসেনকে গ্রেফতার করা হয়।

১৬ ফেব্রুয়ারি গণমাধ্যমকে জানানো হয়, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড