নিজস্ব প্রতিবেদক ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৩
রাজধানীর যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
রবিবার (১০ ফেব্রুয়ারি) র্যাব-১০ স্পেশাল কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল সহকারী পরিচালক আলী রেজা রাব্বীর নেতৃত্বে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড় এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলো- মো. হাসান(২২), মো. আকতার হোসেন (৩২), মো. জুম্মান (৩৫), মো. শাওন মুন্সী(২২), ফারজানা বেগম (২৬),স্বামী মো. জুম্মন।
একই দিন দুপুর সাড়ে ১২ টায় র্যাব-১০, সিপিসি-৩, লালবাগ ক্যাম্পের স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৬ পিস ইয়াবাসহ মো. তুষার হোসেন(২১) এবং মো. সাগরকে(২৯) আটক করা হয়েছে। রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এছাড়া শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় র্যাবেব-১০, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযানে চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ মো. ইকবাল হোসেন ভুট্ট (৫০) নামে একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওডি
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০১৯
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড