• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

'মাননীয় প্রধানমন্ত্রী ইটিভিকে রক্ষা করুন'

  নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৯
একুশে
যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সহকর্মীকে যৌন হয়রানির প্রতিবাদ ও দোষীদের বিচার দাবিতে মানববন্ধনে একুশে টিভির সাংবাদিক ও কর্মচারীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি হস্তক্ষেপ করুন, ইটিভিকে রক্ষা করুন। মানুষ ইটিভি দেখতে চায় আগের মতো করে। ইটিভি মানুষের কথা বলে, দেশের কথা বলে।

বুধবার ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে একুশে টিভির সাংবাদিক ও কর্মকর্তা কর্মচারীরা।

এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল আমাদের বেতন না বাড়িয়ে টাকা আত্মসাৎ করেছেন।

এছাড়া নারী সহকর্মীদের যৌন হয়রানির মদদ দাতাদের বিচার দাবি করেন তারা।

মানববন্ধনে একুশে টিভির সাবেক সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেন, আজ নজিরবিহীন ঘটনা ঘটল, সাংবাদিকরা অপর সাংবাদিকের বিচারের দাবিতে মাঠে নেমেছে।’

প্রধান প্রতিবেদক সেকান্দারকে তৈরি করেছে মঞ্জুরুল আহসান বুলবুল এমন অভিযোগ তুলে পান্না আরও বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী আপনি হস্তক্ষেপ করুন, ইটিভিকে রক্ষা করুন।'

অপর এক বক্তা বলেন, বুলবুল ও সেকান্দারদের অপসারণ করে একুশে টিভিকে রক্ষা করতে হবে। এছাড়া কোনো পদক্ষেপ না নিলে আগামী সপ্তাহে তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে বলে জানায় তারা।

ওডি/ এজেড

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড