• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইস্টার্ন প্লাজায় মোবাইল মার্কেটে র‌্যাবের অভিযান

  নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০১৯, ২০:৩১
মোবাইল আটক
রাজধানীর ইস্টার্ন প্লাজা মার্কেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযান পরিচালনা করে

রাজধানীর ইস্টার্ন প্লাজা মার্কেটে নকল ও ক্লোন করা মোবাইল সেটে জব্দে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

বুধবার ৩০ জানুয়ারি সন্ধ্যায় হাতিরপুল এলাকায় অবস্থিত ইস্টার্নপ্লাজায় এ অভিযান শুরু হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, নকল ও ক্লোন করা মোবাইল সেটের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলছে। এ পর্যন্ত ৫টি দোকানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা জরিমানার পাশাপাশি নকল ও ক্লোন মোবাইল সেট জব্দ করা হয়েছে।

জরিমানা করা দোকান গুলোর মধ্যে রয়েছে- এক্সচেঞ্জ হাট, আইটেল মোবাইল, জেনারেল ইলেকট্রনিকসহ আরও বেশ কয়টি দোকান। র‌্যাব সদস্যদের উপস্থিতিতে এ অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ওডি/ এজেড

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড