• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুবর্ণচরে গণধর্ষণ : কুমিল্লায় আরও একজন আটক

  অধিকার ডেস্ক

১১ জানুয়ারি ২০১৯, ১৪:২৮
সুবর্ণচরে গণধর্ষণ
প্রতীকী ছবি

নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চর মধ্য বাগ্যা গ্রামে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। তার নাম জামাল উদ্দিন ওরফে হেনজু (২৮)।

শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাকে আটক করে নোয়াখালী ডিবি পুলিশ। এ নিয়ে সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় মোট ১১জনকে গ্রেফতার করা হলো। ঘটনার পর থেকে পলাতক ছিলেন জামাল উদ্দিন।

এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের।

উল্লেখ্য, রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচনের দিন সেই নারী ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে ১০ জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গণধর্ষণ করে। এছাড়া ওই দম্পতি এবং তাদের সন্তানদের পিটিয়ে জখম করেন তারা।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড