• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

  ময়মনসিংহ প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৮, ০৮:৪৩
বন্দুকযুদ্ধ
ছবি : প্রতীকী

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে ‘বন্দুকযুদ্ধে’ সুমন (২৭) নামে শীর্ষ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জের চর পুলিয়ামারি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন পুলিশের দুই কনস্টেবল ইলিয়াছ মিয়া ও রানাউল ইসলাম। এ সময় ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

নিহত সুমন স্থানীয় চর কালিবাড়ি এলাকার সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল জানান, ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ফাঁকা গুলি ছোড়ে।

এক পর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে বলে জানান তিনি।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড