• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

র‍্যাবের হাতে আটক জেএমবি কমান্ডার 

  দিনাজপুর প্রতিনিধি

০৮ নভেম্বর ২০১৮, ১৭:০৫
আটক
আটক দুই জঙ্গি সদস্য (ছবি : দৈনিক অধিকার)

দিনাজপুরে র‍্যাবের অভিযানে জেমবির কমান্ডারসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি এবং বিপুল পরিমান জঙ্গিবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জেলার কোতয়ালী থানাধীন রেল কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখার কমান্ডার রাহাত হোসেন ও সহযোগী মো. রিয়াজুল ইসলাম।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত তাদের কাছে অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদ থাকার তথ্য জানায়। পরে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

ছবি : দৈনিক অধিকার

জব্দ করা মালামাল

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা প্রায় ৮ থেকে ৯ বছর ধরে গোপনে জেএমবির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। জঙ্গি সংগঠনে তরুণদের আনা, নতুন জঙ্গি সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং অস্ত্রশস্ত্র সংগ্রহের কাজে লিপ্ত থাকার কথা স্বীকার করে। রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় তাদের একাধিক নাশকতার পরিকল্পনা ছিল।

গ্রেফতারকৃত জঙ্গিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় র‍্যাব।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড