অধিকার ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ডিবি কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড