নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শ্যামলী রিং রোড এলাকায় কাঁচামালের একটি পিকআপ ভ্যান থেকে ১ হাজার ১ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন।
আটক দু’জন হলেন- সারোয়ার আলী (৩৩) ও রুবেল সিকদার (৩০)।
আরও পড়ুন : আটকে পড়া মালয়েশিয়া প্রবাসীদের ...
এএসপি মো. আবদুল্লাহ-আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে রাজধানীর আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে একটি পিকআপ ভ্যানে কাঁচামালের মধ্যে লুকিয়ে রাখা ফেনসিডিল ও গাঁজাসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। পিকআপ ভ্যানটি থেকে জব্দ করা হয় ১ হাজার ১ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড