• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫ কেজি স্বর্ণসহ সৌদিফেরত যাত্রী আটক

  নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই ২০২০, ২০:৩৬
অধিকার
ছবি : সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা।

শনিবার (২৫ জুলাই) সকালে ইসমাইল হোসেন সরকার নামে ওই যাত্রীকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান সাইফ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশি চালানো হয়। একপর্যায়ে জেদ্দা থেকে আসা বিজি ৪১৩৬ ফ্লাইটের যাত্রী ইসমাইল হোসেন সরকারকে তল্লাশি করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করলে ব্যাগের ভেতরে থাকা ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়।

যাত্রীসহ স্বর্ণ আটকের এই ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড