• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘পুলিশের শেখানো কোনো কিছু বলবেন না’

  আদালত প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮
পাপিয়া
শামীমা নুর পাপিয়া (ছবি : সংগৃহীত)

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়াসহ চারজনের রিমান্ড শুনানি হয়েছে সোমবার (২৪ ফেব্রুয়ারি)। এ দিন এক আইনজীবী কাঠগড়ার সামনে এসে পাপিয়া এবং তার স্বামীকে বেশ কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন।

ওই আইনজীবী তাদের বলেন, ‘আপনারা যদি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে তা হলো- কোনোভাবেই পুলিশের শিখিয়ে দেওয়া কোনো কিছু বলবেন না।’ এ সময় উদাস মনে আইনজীবীর কথাগুলা শো নেন পাপিয়া। তিনি হতাশা প্রকাশ করে আইনজীবীকে বলেন, ‘আমি এমন কী অপরাধ করলাম!’

অন্য দুই মামলায় শুনানির জন্য নতুন হাকিম এজলাসে এসে আসন নিলে কিছুটা বিস্ময়ের দৃষ্টিতে তাকাতে দেখা যায় পাপিয়াকে।

আরও পড়ুন : লাইফটাই শেষ হয়ে গেল, আইনজীবীকে পাপিয়া

পরে অস্ত্র ও বিদেশি মদ রাখার অভিযোগে শেরেবাংলা নগর থানার দুই মামলায় পাপিয়া ও তার স্বামীকে দশ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন মহানগর হাকিম শাহিনুর রহমান।

এ সময় বিচারক পাপিয়াসহ অন্য আসামিদের কিছু জিজ্ঞাসা করেননি, তারা নিজে থেকে কোনো কথা বলেননি।

ওডি/নূর

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড