• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এ নারীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ (ভিডিও)

  অধিকার ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ১৭:৫৩
খুঁজতে পুলিশ
এ নারীকেই খুঁজছে পুলিশ (ছবি : সংগৃহীত)

রাজধানীতে জালিয়াতির মাধ্যমে সাউথ ইস্ট ব্যাংকের বুথ থেকে ১৩ লাখ টাকা উত্তোলন করেছেন এক নারী। পুলিশ ওই নারীকে হন্যে হয়ে খুঁজছে।

ওই নারীকে ধরিয়ে দেওয়ার খবর প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন পোর্টাল ডিএমপি নিউজ।

ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের বরাতে ওই প্রতিবেদন বলছে, দুবাই প্রবাসী সাইফুল ইসলামের সাউথ ইস্ট ব্যাংকের (ডেমরা, শারুলিয়া শাখা) অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ১৩ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। গত বছরের ৭ জুলাই হতে ১৮ আগস্ট পর্যন্ত টাকাগুলো ওই ব্যাংকেরই বিভিন্ন বুথ থেকে উত্তোলন করা হয়। এক নারী টাকাগুলো উত্তোলন করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সাইফুল দুবাই থেকে দেশে ফিরে অ্যাকাউন্টে টাকা না পাওয়ায় গত ৬ নভেম্বর রমনা থানায় মামলা করেন। বিএমপির গোয়েন্দা বিভাগ মামলাটি তদন্ত করছে। বিভিন্ন বুথের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন তদন্ত কর্মকর্তারা। ওই ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক নারী ডেবিট কার্ডের মাধ্যমে সাইফুলের অ্যাকাউন্টে রাখা টাকা বিভিন্ন বুথ থেকে উত্তোলন করছেন। এ নারীর কোনো পরিচয় বা এ বিষয়ে তথ্য পাওয়া গেলে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ : ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশরাফউল্লাহ, মুঠোফোন নম্বর ০১৭১৩৩৯৮৫২৭।

ওডি/এমআর

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড