• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘুষের পৌনে ২ কোটি টাকাসহ প্রকল্প কর্মকর্তা আটক

  নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২০, ০৩:৪২
তাজুল ইসলাম
টাকাসহ আটক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম (ছবি : সংগৃহীত)

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামকে ঘুষের ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের অফিস ও তার বাসায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেন দুদকের কর্মকর্তারা।

দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা মো.আশিকুর রহমান জানান, বিকালে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট পার্বতীপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালায়। পরে দুদকের কর্মকর্তারা তার বাড়িতেও অভিযান চালায়। এ সময় দুই স্থান থেকে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে আদায় করা ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : মজনুর ভাঙা দাঁতই সাহায্য করেছে র‌্যাবকে

এই ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ওডি/নূর

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড