নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালবাগ থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর লালবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম শহিদ ওরফে ফোটা শহিদ (৫৫) ও মো. রফিক (৪৬)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. আশরাফ উদ্দিন দৈনিক অধিকারকে বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা লালবাগ থানার একটি মামলার এজাহারভূক্ত আসামি।
ওডি/এমআই
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড