• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্ত্র ও ইয়াবাসহ বাহিনী প্রধান হাসু আটক

  নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:১২
অস্ত্র ও ইয়াবাসহ আটক সন্ত্রাসী হাসু
অস্ত্র ও ইয়াবাসহ আটক সন্ত্রাসী হাসু (ছবি : সংগৃহীত)

শীর্ষ সন্ত্রাসী হাসু-কাসু বাহিনীর মূল হোতা মো. আবুল হাসেম ওরফে হাসুকে বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর রইসুল ইসলাম মনি।

র‌্যাব-৪ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোজাম্মেল হক জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল শেরে বাংলা নগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি এবং ১ হাজার ১২২ পিস ইয়াবাসহ হাসু-কাসু বাহিনীর প্রধান আবুল হাসেম ওরফে হাসুকে (৩৫) আটক করে।

র‌্যাবের দাবি, ঢাকা শহরের অন্যতম এই শীর্ষ সন্ত্রাসী বাহিনী মিরপুর, আগারগাঁও ও শেরে বাংলা নগরসহ আশপাশের এলাকার এক মূর্তিমান আতঙ্ক। চাঁদাবাজি, ভূমি দখল, অপহরণ ও খুন ছিল তার কাছে নিত্যদিনের ব্যাপার। ব্যবসায়ী, শিল্পপতি, ঠিকাদার, এমনকি চাকরিজীবীদের নিকট হতেও সে নিয়মিত চাঁদা আদায় করত।

এই বাহিনীর মূল হোতা হাসুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টিরও অধিক মামলা রয়েছে।

ওডি/এমআই

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড