• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুদক কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি, আটক ২

  অধিকার ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ০০:৩৭
দুদক কার্যালয়
দুদক কার্যালয় (ছবি : দৈনিক অধিকার)

দুদক কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করায় ঢাকার কেরানীগঞ্জ থেকে নিপা বেগম এবং মো. দ্বীন ইসলাম নামের দুই জালিয়াতকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম।

রবিবার (৮ ডিসেম্বর) দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করে।

দুদক কর্মকর্তা পরিচয় দেওয়া দুজন দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে; এমন এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে- জানিয়ে উক্ত মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে অর্থ দাবি করে। সেই সঙ্গে একটি ভুয়া এজাহারের কপি ইমো মেসেঞ্জারে পাঠায়। পরে ওই ব্যক্তি দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) কল করে সহযোগিতা চান।

এর পরিপ্রেক্ষিতে দুদক কার্যালয়ের সহকারী পরিচালক তাহাসিন মুনাবীল হক ও উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছে গণমাধ্যমের প্রতিনিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী পরিচয়ের ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ওডি/ এফইউ

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড