• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সেজে পুলিশে চাকরি দেন তিনি!

  অধিকার ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, ২২:২৪
প্রতারক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয়ধারী প্রতারক আবুল কালাম আজাদ (ছবি : সংগৃহীত)

আবুল কালাম আজাদ (৩৫) নামে এক ব্যক্তি নিজেকে বেশ কিছু দিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয় দিয়ে আসছিল। সচিব পরিচয় দিয়ে পুলিশের উপ-পরিদর্শক বা এসআই পদে চাকরি দেবেন বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন তিনি। অবশেষে ভয়ঙ্কর এই প্রতারক ধরা খেয়েছে।

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রতারক চক্রের অন্যতম এই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৮ নভেম্বর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান প্রতারক আবুল কালাম আজাদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান বলেন, একজন ব্যক্তিকে পুলিশের উপ-পরিদর্শক পদে চাকরি দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা হাতিয়ে নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয়ধারী প্রতারক আবুল কালাম আজাদ। রাজধানীর পল্টন থানায় গত ১ সেপ্টেম্বর এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলাটির তদন্তসূত্র ধরে তাকে গ্রেফতার করে সিআইডি।

প্রতারক আবুল কালাম আজাদ সাধারণ মানুষের কাছে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পরিচয় দিয়ে পুলিশের এসআই পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন। এভাবে বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন দপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করে আসছিলেন তিনি।

তিনি আরও বলেন, এই প্রতারক চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

ওডি/টিএএফ

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড