• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওজনে ছয়-নয় : পেট্রোল পাম্প বন্ধ করল বিএসটিআই

  নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০১৯, ১৮:৫১
ফাতেমা নাজ ফিলিং স্টেশন
ফাতেমা নাজ ফিলিং স্টেশন (ছবি : সংগৃহীত)

তেল পরিমাপে কম ও কারচুপির অভিযোগে রাজধানীতে একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় মেসার্স ফাতেমা নাজ ফিলিং স্টেশনটি বন্ধ করেছে সরকারের এই সেবাসংস্থাটি।

বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, রবিবার (১৭ নভেম্বর) সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে যাত্রাবাড়ীর পোল্ডার রোড এলাকার মেসার্স ফাতেমা নাজ ফিলিং স্টেশন পরিমাপে ডিজেল প্রতি ১০ লিটারে যথাক্রমে ৮৩০ ও ৭৬০ মিলি লিটার ও অকটেন ৫১০ মিলি লিটার কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে পেট্রোল পাম্পটি বন্ধ করে দেওয়া হয়।

বিএসটিআইয়ের উপপরিচালক পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির পরিদর্শক মো. লিয়াকত হোসেন, মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন।

ওডি/এমআই

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড