• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোহাম্মদপুর থানায় আনিসুল হক

  মনিরুল ইসলাম মনি

০৫ নভেম্বর ২০১৯, ১৫:৩৪
কথা সাহিত্যিক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক
কথা সাহিত্যিক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হক (ফাইল ছবি)

দৈনিক প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’-এর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাত নিহতের ঘটনার বিবরণ জানাতে সাময়িকীটির সম্পাদক আনিসুল হক মোহাম্মদপুর থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জি জি বিশ্বাস দৈনিক অধিকারকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুধু আনিসুল হকই নন, প্রত্যক্ষদর্শীদের অনেকের সাথেই আমরা কথা বলেছি। ঘটনার প্রকৃত কারণ জানতে যাদের যাদের প্রয়োজন, তাদের সবার সাথেই পর্যায়ক্রমে কথা বলা হবে।’

উল্লেখ্য, শুক্রবার (১ নভেম্বর) বিকালে কিশোর আলোর একটি অনুষ্ঠানের সাউন্ডসিস্টেমের তারের লিকেজে বিদ্যুৎস্পৃষ্ট হয় ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার। এই ঘটনায় ওই স্কুলে থাকা জরুরি মেডিকেল ক্যাম্পের দুজন চিকিৎসক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওডি/এমআই

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড