• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেমন হলো অধিনায়কদের বিশ্বকাপ?

  ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ১০:৫৮
বিশ্বকাপের ১০ দলের কাপ্তানরা (ছবি : সংগৃহীত)
বিশ্বকাপের ১০ দলের কাপ্তানরা (ছবি : সংগৃহীত)

আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের চ্যাম্পিয়ন দল স্বাগতিক ইংল্যান্ড। অংশগ্রহণ করেছিল দশটি দল। ১০টি দলের অধিনায়ক হিসেবে ছিলেন যথাক্রমে মরগান, উলিয়ামসন, ফিঞ্চ, কোহলি, সরফরাজ, ডু প্লেসি, করুনারত্নে, গুলবাদিন, হোল্ডার ও মাশরাফি। চলুন দেখে নিই দ্বাদশ আসরে দশ দলের এই কাপ্তানরা কেমন পারফর্ম করেছেন-

ইউইন মরগান (ইংল্যান্ড) : ১১ ইনিংসে ৩৭১ রান, গড় ৪১.২২, স্ট্রাইকরেট ১১১.০৭ এবং সেঞ্চুরি- ১টি ও ফিফটি ১টি।

কেন উলিয়ামসন (নিউজিল্যান্ড) : ১১ ইনিংসে ৫৭৮ রান, গড় ৮২.৫৭, স্ট্রাইকরেট ৭৪.৯৬ এবং সেঞ্চুরি- ২টি ও ফিফটি ২টি।

অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) : ১০ ইনিংসে ৫০৭ রান, গড় ৫০.৭০, স্ট্রাইকরেট ১০২.০১ এবং সেঞ্চুরি- ২টি ও ফিফটি ৩টি।

বিরাট কোহলি (ভারত) : ৯ ইনিংসে ৪৪৩ রান, গড় ৫৫.৩৭, স্ট্রাইকরেট ৯৪.০৫ এবং ফিফটি ৫টি।

ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা) : ৯ ইনিংসে ৩৮৭ রান, গড় ৬৪.৫০, স্ট্রাইকরেট ৮৯.৫৮ এবং সেঞ্চুরি- ১টি ও ফিফটি ৩টি।

গুলবাদিন নাইব (আফগানিস্তান) : ৯ ইনিংসে ১৯৪ রান, গড় ২১.৫৫, স্ট্রাইকরেট ৭৯.৮৩ ও ৯ উইকেট।। জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) : ৯ ইনিংসে ১৭০ রান, গড় ২৪.২৮, স্ট্রাইকরেট ১০৮.৯৭ এবং সেঞ্চুরি- ১টি ও ফিফটি ১টি ও ৮ উইকেট।

দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা) : ৭ ইনিংসে ২২২ রান, গড় ৩৭.০০, স্ট্রাইকরেট ৭১.৩৮ এবং ফিফটি ২টি। সরফরাজ আহমেদ (পাকিস্তান) : ৮ ইনিংসে ১৪৮ রান, গড় ১৭.৮৭, ফিফটি ১টি। মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ) : ৮ ইনিংসে ৩৪ রান, গড় ৪.২৫, ১ উইকেট।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড