• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যাটিং ও বোলিংয়ে সেরা পাঁচে সাকিব-মুস্তাফিজ

  ক্রীড়া ডেস্ক

১৫ জুলাই ২০১৯, ২০:১৪
সাকিব ও মুস্তাফিজ
সাকিব ও মুস্তাফিজ ব্যাট-বলে সেরাদের কাতারে (ছবি : সংগৃহীত)

শেষ হল ৪৮ দিনের দ্বাদশ বিশ্বকাপ আসর। টুর্নামেন্ট শেষে ব্যাটস্যানদের তালিকায় সেরা পাঁচে বাংলাদেশের সাকিব আল হাসান। বোলিংয়ে সেরা পাঁচে আছেন বাংলাদেশের প্রতিনিধি মুস্তাফিজুর রহমান।

ব্যাটিংয়ে সবার উপরে ভারতের রোহিত শর্মা। নয় ম্যাচে ৮১ গড়ে ৬৪৮ রান করেছেন তিনি। আসরে পাঁচটি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার। হাফসেঞ্চুরির করেছেন একটি।

দ্বিতীয় স্থানে ডেভিড ওয়ার্নার। দশ ম্যাচে ৮৯ দশমিক তিন ছয় গড়ে ৬৪৭ রান করেছেন অজি ওপেনার। তিনটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

তৃতীয় স্থানে বাংলাদেশের সাকিব। ৮৬ দশমিক পাঁচ সাত গড়ে আট ম্যাচে ৬০৬ রান করেছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে ওপেনার ছাড়া তিনি একমাত্র ৬০০ রান করেছেন এক আসরে। অস্ট্রেলিয়া ছাড়া বাকি সাত ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন সাকিব। দুইটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেন তিনি।

চতুর্থ স্থানে কেন উইলিয়ামসন। দশ ম্যাচে ৫৭৮ রান করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। তাঁর ব্যাটিং গড় ৮২ দশমিক পাঁচ সাত। আ্সরে দুইটি সেঞ্চুরি ও দুইটি হাফসেঞ্চুরি করেন উইলিয়ামসন।

পঞ্চম স্থানে ইংল্যান্ডের জো রুট। ইংল্যান্ডের হয়ে এবার সর্বোচ্চ রান করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। ১১ ম্যাচে দুই সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরিতে ৫৫৬ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৬১ দশমিক সাত সাত।

বল হাতে শীর্ষ উইকেট শিকারী মিচেল স্টার্ক। এবারের আসরে দশ ম্যাচে সর্বাধিক ২৭ উইকেট শিকার করেছেন তিনি। সাবেক অজি তারকা গ্লেন ম্যাকগ্রাকে টপকে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন স্টার্ক। দুইবার করে পাঁচ ও চার উইকেট শিকার করেছেন তিনি।

নয় ম্যাচে ২১ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। আসরে পাঁচ উইকেট না পেলেও ধারাবাহিক ছিলেন তিনি। তার নৈপুন্যে বোলিংয়ে প্রতি ম্যাচে জ্বলে উঠেছে কিউইরা।

বোলিংয়ে তৃতীয় সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন বিশ্বকাপ জয়ী পেসার জোফরা আর্চার। ইংলিশদের হয়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটর রেকর্ড গড়েন এ ডানহাতি ফাস্ট বোলার। এর আগে ১৯৯২ সালে ইয়ান বোথাম ইংল্যান্ডের হয়ে এক আসরে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছিলেন।

চতুর্থ স্থানে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আট ম্যাচে তিনি ২০ উইকেট শিকার করেন। বিশ্বকাপে দ্বিতীয় বোলার হিসেবে টানা পাঁচ উইকেটের রেকর্ড গড়েন এ বাঁহাতি পেসার।

পঞ্চম স্থানে ভারতের জাসপ্রিত বুমরাহ। এবারের আসরে আট ম্যাচে ১৮ উইকেট শিকার করেছেন তিনি। ইকোনমিক রেট মাত্র চার দশমিক চার এক। টুর্নামেন্টে দশ উইকেট পেয়েছেন এমন বোলারের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট ছিল বুমরাহর।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড