• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

বিশ্বকাপ লাইভ : দলকে এগিয়ে নিচ্ছেন লাথাম

  ক্রীড়া ডেস্ক

১৪ জুলাই ২০১৯, ১৮:০৯
টম লাথাম
টম লাথাম (ছবি : ক্রিকইনফো)

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড স্কোর : ২১১/৫ (৪৫ ওভার)

নিউজিল্যান্ডের দলীয় দুইশ :

৪৩ ওভার ৩ বলে দলীয় দ্বিশতক রান স্পর্শ করেছে নিউজিল্যান্ড। ৪৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২১১ রান। টম ল্যাথাম ৩২ ও কলিন ডি গ্র্যান্ডহোম ১২ রানে অপরাজিত আছেন।

টেইলরের পর বিদায় নিলেন নিশাম :

দলীয় ১৪১ রানে চার উইকেট হারিয়ে এমনি এলোমেলো হয়ে পড়ে নিউজিল্যান্ড। সেই চাপ সামলানো দূরের কথা দলকে বড় বিপদে রেখে ফিরে গেলেন জিমি নিশাম।

উইকেটে আসার পর মনে হচ্ছিলো ভালো কিছুই করবেন তিনি। মূলত রানের গতি বাড়াতে গিয়ে আউট হন নিশাম। লিয়াম প্লাঙ্কেটের বলে মিড অনের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা পড়েন জো রুটের হাতে। ২৫ বলে ১৯ রান করেছেন নিশাম।

৪১ ওভার শেষে ৫ উইকেটে ১৮১ রান তুলেছে নিউজিল্যান্ড। টম লাথাম ২৫ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা কলিন ডি গ্রান্ডহোম আছেন ৬ রানে।

টেইলরের হারিয়ে চাপে নিউজিল্যান্ড :

১৫ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যানের বিদায়ে বেশ চাপে পড়েছিল নিউজিল্যান্ড। এরপর দলটি তাকিয়েছিল অভিজ্ঞ রস টেইলরের দিকে। কিন্তু হতাশ করেছেন তিনি। মার্ক উডের ভেতরের দিকে রাখা বলটি ঠিকভাবে খেলতে না পারলে প্যাডে লাগে। আবেদনে সঙ্গে সঙ্গেই আঙুল তোলেন তিনি। যদিও রিপ্লেতে দেখা যায় বলটি স্টাম্পের বেশ উঁচুতে ছিল। আগেই রিভিউ নষ্ট করে ফেলায় সাজঘরে ফিরে যেতে হয় টেইলরকে। ৩১ বলে ১৫ রান করেছেন তিনি।

দলীয় ১৪১ রানে চার উইকেট হারিয়ে চাপে কিউইরা।

৩৭ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৫৯ রান। লাথাম ১৭ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন জেমস নিশাম আছেন ১১ রানে।

উইলিয়ামসন ও নিকোলস দুই ডেনজারম্যানের বিদায় :

লিয়াম প্লাঙ্কেটের কল্যাণে মূল্যবান দুটি উইকেট আদায় করেছে ইংল্যান্ড। প্রথমে উইলিয়ামসনকে ৩০ রানে ও পরে হেনরি নিকোলসকে ৫৫ রানে ফিরিয়ে দিয়েছেন তিনি। এক উইকেটে ১০৩ রানে থাকা কিউইরা হঠাৎ দুই উইকেট হারিয়ে বসে। স্কোরবোর্ডের চেহারাটা বদলে গিয়ে তিন উইকেটে ১১৮ রান দাঁড়ায়।

মার্টিন গাপটিল ফাইনাল মঞ্চেও বড় স্কোর গড়তে পারেননি। এবারের বিশ্বকাপ হাফসেঞ্চুরি দিয়ে শুরু করেও বাকি ম্যাচে ধারাবাহিকভাবে ব্যর্থ হলেন তিনি। ফাইনালে ১৯ রানে আউট গাপটিল। গাপটিলের উইকেট হারিয়ে ধুকছিল নিউজিল্যান্ড। বিশেষ করে আর্চার ও ওকসের বল এমনভাবে সুইং করছিল যে তাতে ক্রিজে টিকে থাকা কঠিন হয়ে হয়ে গিয়েছিল।

তবে এ পরিস্থিতি সামাল দেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। তারা ৭৪ রানের জুটি গড়েন গড়েন দ্বিতীয় উইকেটে। এ দুজনের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখে কিউইরা। তবে উইলিয়ামসন পারেননি বড় ইনিংস খেলতে। ৩০ রানে প্লাঙ্কেটের বল ব্যাটের কানায় ছুঁয়ে বাটলারের গ্লাভসে যায়।

অন্যপ্রান্তে বিশ্বকাপে নিজের প্রথম হাফসেঞ্চুরি করেন হেনরি নিকোলস। কলিন মুনরোর পরিবর্তে জায়গা পেয়ে কোনো ইনিংসে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে সেমিফাইনাল থেকে একটু একটু নিজের ব্যাটে রান তোলেন। ভারতের সঙ্গে ২৮ রান করেন সে ম্যাচে। এবার ফাইনাল মঞ্চে তুলে নেন হাফসেঞ্চুরি। তিনিও বেশিদূর টেনে নিতে পারেননি নিজের ইনিংস। ৭৭ বলে চারটি বাউন্ডারিতে ৫৫ রান করে আউট এ বাঁহাতি ওপেনার।

গাপটিলকে ফিরিয়ে দিলেন ক্রিস ওকস :

গত বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক মার্টিন গাপটিল এবার ব্যর্থ হলেন পুরোপুরি। নিজেদের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করলেও আর কোনো ম্যাচে ৩০ রানের কোঠা পার করতে পারেননি। লর্ডসে বিশ্বকাপ ফাইনালেও গাপটিল বিদায় নেন ১৯ রানে।

শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় কিউই শিবির। ইংলিশ পেসারদের ভালো মতোই সামাল দিতে থাকেন গাপটিল ও নিকোলস। আগের ম্যাচে ধোনিকে রানআউট করে দলকে ফাইনালে তোলেন গাপটিল। মানসিকতায় তাই একটু অন্যরকম মনে হচ্ছিল এ ডানহাতি ওপেনারকে।

মেলনবোর্নের মতো লর্ডসেও ব্যথ হলেন গাপটিল। সপ্তম ওভারের দ্বিতীয় বলে প্যাভিয়লিয়নে ফিরে যান গাপটিল। ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউও নষ্ট করে বিপদে ফেলে যান দলকে। ২৯ রানে ওপেনিং জুটি ভেঙে যায় কিউইদের।

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড :

দীর্ঘ ৪৬ দিনের পথ পরিক্রমা পেরিয়ে আজ ক্রিকেটের মক্কা খ্যাত ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই দুই দলের কেউই অতীতে শিরোপা না জেতায় নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। এমন ম্যাচে টস ভাগ্য সঙ্গে গিয়েছে নিউজিল্যান্ডের। টস জিতে ব্যাটিং নিয়েছেন কিউই অধিনায়ক কেন উলিয়ামসন।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট ও মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল সান্টানার, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড