• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্টার্কের বিশ্বরেকর্ড

  ক্রীড়া ডেস্ক

১১ জুলাই ২০১৯, ২২:৫১
মিচেল স্টার্ক
অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক (ছবি: সংগৃহীত)

ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজিরা হারলেও ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন ফাস্ট বোলার মিচেল স্টার্ক। স্বদেশী ম্যাকগ্রাকে হটিয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এখন তার।

টানা দুই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন স্টার্ক। ২২ উইকেট নিয়ে গতবার দলকে চ্যাম্পিয়ন বানাতে পারলেও এবার থামতে হয়েছে সেমিফাইনালেই। দল ব্যর্থ হলেও এবার গতবারের অর্জনকেও ছাড়িয়ে গেছেন এ বোলার। শুধু নিজেকেই ছাড়িয়ে যাননি, ছাড়িয়ে গেছেন সবাইকে। ২৭ উইকেট শিকার করে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। এর আগে ২৬ উইকেট নিয়ে এ রেকর্ডের মালিক ছিলেন ম্যাকগ্রা।

পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলেছেন স্টার্ক। বিশ্বকাপে দুইবার পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। ম্যাকগ্রার সমান ২৬ উইকেট নিয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে বেয়ারস্টোকে আউট করে রেকর্ড নিজের করে নেন এ বোলার।

দুই বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেট শিকার করেন স্টার্ক। এছাড়া মোট ৪৯ উইকেট শিকার করে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিনি পঞ্চম স্থানে উঠে আসলেন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড