• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে সেমির মাঠে নিশাম

  ক্রীড়া ডেস্ক

১০ জুলাই ২০১৯, ১৬:০৫
জিমি নিশাম
নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করা চার দলের একটি নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ইতোমধ্যেই সেমিফাইনালে খেলছেন তারা। কিউইদের সেমিফাইনালে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অলরাউন্ডার জিমি নিশাম। বিশ্বকাপে নিজের দায়িত্ব পালন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন এ ক্রিকেটার। তিনি বিশ্বকাপ চলাকালেই দিয়েছেন পরীক্ষা।

পাকিস্তানের বিপক্ষে দল ব্যাটিং বিপর্যয়ে পড়লে অপরাজিত ৯৭ রান করে দলকে দিয়েছিলেন লড়াকু পুঁজি। এছাড়া চলতি বিশ্বকাপে পাঁচ উইকেট শিকারেরও কৃতিত্ব আছে এ ক্রিকেটারের। দলের হয়ে সফল হওয়া নিশাম একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রও। এমনকি বিশ্বকাপের মাঝেই চালিয়ে যাচ্ছেন তার লেখাপড়া। সেমির যাত্রার মাঝেই অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষায়। নিউজিল্যান্ডের টিম ম্যানেজারের তত্ত্বাবধানে পরীক্ষাটিতে অংশগ্রহণ করেন তিনি।

এছাড়াও নানা কার্যক্রমে জড়িত নিশাম। ক্রিকেট খেলার পাশাপাশি জলবায়ু পরিবর্তন বিষয়ে টুইটারে মতামত দেয়া তার অন্যতম প্রধান কাজ। এছাড়া গরু চড়ানোর সুবিধার্থে যান্ত্রিক কলার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হল্টারের হয়ে যোগাযোগ সহকারী হিসেবে পার্টটাইম চাকরি করতেন তিনি। যোগাযোগ বিদ্যায় পারদর্শী এ ক্রিকেটারের ক্যারিয়ার শেষে রেডিও বা টেলিভিশন প্রেজেন্টার হিসেবে কাজ করার ইচ্ছেও রয়েছে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড