• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বৃষ্টির বাধায় থেমে গেল ভারত-নিউজিল্যান্ড যুদ্ধ

  ক্রীড়া ডেস্ক

০৯ জুলাই ২০১৯, ১৯:২১
মেঘাচ্ছন্ন আকাশ
ওল্ড ট্র্যাফোর্ডের মেঘাচ্ছন্ন চেহারা (ছবি : ক্রিকইনফো)

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসের ৪৬.১ ওভারে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। বৃষ্টিতে বন্ধ হয়ে আছে ফাইনালে ওঠার যুদ্ধ। বৃষ্টি নামার আগ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২১১ রান তোলে কিউইরা। বৃষ্টির বাগড়ায় ম্যাচ বন্ধ হওয়ার সময় ব্যাট করছিলেন রস টেলর (৬৭*) ও টম ল্যাথাম (৩*)।

আগে থেকেই বৃষ্টির শঙ্কা ছিল ম্যানচেস্টারে। ম্যাচের শুরু থেকে আকাশ মেঘলা থাকলেও খেলা ঠিকঠাক ‍হচ্ছিল। তবে নিউজিল্যান্ডের ইনিংসের শেষদিকে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই বন্ধ হয়ে গেছে ওল্ড ট্র্যাফোর্ডের সেমিফাইনালের খেলা।

ভারত একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, এমএস ধোনি, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিশেল সাটনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড