• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত ইচ্ছে করেই হারবে বাংলাদেশের কাছে!

  ক্রীড়া ডেস্ক

২৭ জুন ২০১৯, ১৫:৩৮
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশের বিপক্ষে ইচ্ছে করে হারার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে (ছবি: সংগৃহীত)

শেষ সময়ে জমে উঠেছে বিশ্বকাপ। একমাত্র অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দলই নিশ্চিত করতে পারেনি সেমিফাইনাল। তবে পাঁচ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারাই। গুরুত্বপূর্ণ ম্যাচে ২ জুলাই ভারত ও বাংলাদেশ পরস্পরের মুখোমুখি হবে। ভারত ইচ্ছে করে সে ম্যাচ হেরে যাবে এমন অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এখনো টিকে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। আগামী ম্যাচে ভারতকে হারাতে পারলে সেমিফাইনাল দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কাও ভারতকে হারাতে পারলে পাকিস্তানের সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে। তাই পাকিস্তানকে বাদ দেয়ার জন্য ইচ্ছে করে খারাপ খেলবে ভারত এমনটাই ধারণা সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলীর। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত এখন পর্যন্ত মাত্র ৫টি ম্যাচ খেলেছে। তারা কখনোই চাইবে না পাকিস্তান সেমিফাইনাল খেলুক। ভারতের দুই ম্যাচ রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে (এ দুই দলও রয়েছে সেমির দৌড়ে)। আফগানিস্তানের বিপক্ষে ভারত কেমন খেলেছে, কীভাবে খেলেছে তা তো সবাই-ই দেখেছি।'

'তবে কি আপনি বলতে চাচ্ছেন, ভারত ইচ্ছে করে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে ম্যাচ ছেড়ে দেবে?' উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে বাসিত বলেন, 'মানুষ তো বলবে না যে ভারত ইচ্ছে করে হেরে গেছে। কারণ তারা তো সত্য স্বীকার করতে ভয় পায়। দেখবেন ওরা (ভারত) এমন ম্যাচ খেলবে যে কেউ বুঝতেই পারব না ম্যাচে কী হচ্ছে।'

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ (বৃহস্পতিবার) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। এ ম্যাচ জিতলেই সেমিফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে যাবে কোহলিদের। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। অন্যদিকে সমান সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। তাই নিজেদের জয়ের পাশাপাশি সেমিফাইনাল খেলতে হলে তাদের পরস্পরের পরাজয়ের দিকে তাকিয়ে থাকতে হবে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড