• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

উইলিয়ামসনের বিদায়ে চরম সঙ্কটে নিউজিল্যান্ড

  ক্রীড়া ডেস্ক

২৬ জুন ২০১৯, ১৯:০১
উইলিয়াসনের উইকেট
সরফরাজের হাতে ক্যাচ দেন উইলিয়ামসন (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপে এবার এতোটা বিপর্যয়ের মুখোমুখি হয়নি কিউইরা। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দলের সেরা ব্যাটসম্যান উইলিয়ামসন ফিরে গেছেন ৪১ রানে। ২৭তম ওভারের দ্বিতীয় বলে ডিফেন্সিভ মুডে খেলতে গিয়ে কট বিহাইন্ড হন কিউই অধিনায়ক। গুরুত্বপূর্ণ এ উইকেট তুলে নেন লেগ স্পিনার শাদাব খান। এ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন উইলিয়ামসন। এ ম্যাচের আগেও টানা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ কিউইদের ওপেনিং জুটি। ধারাবাহিতকা রেখে দ্রুত ফিরে যান দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো। আমিরের প্রথম বলে বোল্ড হন গাপটিল। পরে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন মুনরো।

উইলিয়ামসন-টেইলরের জুটিও টিকতে পারেনি বেশিক্ষণ। মাত্র ৩ রানে টেইলরকে আউট করেন পেসার আফ্রিদি। পরে ল্যাথামকেও আউট করেন বাঁহাতি এ পেসার। এতে ৪৬ রানে চার উইকেট হারিয়ে বসে কিউইরা। স্কোরবোর্ডে পঞ্চাশ রান তুলতে ১৫ ওভার দুই বল খেলতে হয়েছে তাদের।

পঞ্চম উইকেটে নিশামের সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন উইলিয়ামসন। তবে কিউই অধিনায়কের বিদায়ে পুরোপুরি ব্যাকফুটে ব্ল্যাক ক্যাপরা। এতোটাই চাপে পড়েছে যে ৩২ ওভারে এসে স্কোরবোর্ডে ১০০ রান জমা করেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে সবশেষ মুখোমুখিতে ২০১১ সালে পাকিস্তানকে হারিয়েছিল কিউইরা। তবে ১৯৯৯ বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে গ্রুপ পর্ব ও সেমিফাইনাল দুই বারই জিতেছে পাকিস্তান।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড