• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইসিসি বিশ্বকাপ ২০১৯

বিশ্বকাপ শুধুই সাকিবের, বলছে তার রেকর্ডগুলো

  ক্রীড়া ডেস্ক

২৫ জুন ২০১৯, ১৮:৫২
সাকিব আল হাসান
ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

আইসিসি দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশের জয় এখন পর্যন্ত তিনটি। আর এই তিন জয়ের মহানায়কই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট-বল উভয় পাশেই সফল তিনি। বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব (৩১তম ম্যাচ পর্যন্ত)। আছেন সেরা দশ উইকেট শিকারের তালিকায় আট নম্বরে।

সাকিব ব্যাট তুললেই রেকর্ড, বল হাতে উইকেট শিকার করলেও রেকর্ড। ইংল্যান্ড বিশ্বকাপ যেন সাকিবময়। তার প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট বিশ্ব। একজন অলরাউন্ডার হিসেবে চলমান বিশ্বকাপে সবচেয়ে বেশি রেকর্ড গড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চলুন জেনে নেই বিশ্বকাপে সাকিবের গড়া রেকর্ড সমূহ :

* বিশ্বকাপ ইতিহাস একমাত্র ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট কোনো আসরে ৪০০ বা এর চেয়ে বেশি রান ও ১০ বা এর চেয়ে বেশি উইকেট প্রাপ্তির ডাবলের অনন্য নজির স্থাপন করলেন সাকিব।

* বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ৫০ বা এরচেয়ে বেশি রান ও ৫ উইকেট শিকারের স্বাদ পেলেন সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডারের আগে ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এ কীর্তির দেখা পেয়েছিলেন ভারতের যুবরাজ সিং।

* আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সপ্তম ম্যাচে ১০ ওভার বল করে ২৯ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন সাকিব। এটি সাকিবের ক্যারিয়ারের সেরা বোলিং। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে ৪৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

* বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও ৩২ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন সাকিব।

* একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে তিনটি ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ৩২ বছর বয়সী এ ক্রিকেটার।

* বিশ্বকাপ ইতিহাসে সাকিব দ্বিতীয় ক্রিকেটার যিনি একই আসরে দুটি শতক হাঁকানোর পাশাপাশি নিয়েছেন দুটি ম্যাচে চারটি করে উইকেট।

* বিশ্বকাপে এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলে ১০১৬ রান করেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক হাজার রান করেন তিনি।

* বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাকিব ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলক গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে। বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ২০৪ ম্যাচে নয়টি সেঞ্চুরি ও ৪৬টি হাফসেঞ্চুরিতে ৬১৯৩ রান করেন তিনি।

* প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপ মঞ্চে ৫ উইকেট শিকারের দেখা পেলেন সাকিব। এর আগে আর কোনো বাংলাদেশি বোলার এ কীর্তি গড়তে সক্ষম হননি।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড