• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইসিসি বিশ্বকাপ ২০১৯

বিশ্বকাপে সর্বোচ্চ ১০ উইকেট শিকারির ৩ জনই বাংলাদেশি

  ক্রীড়া ডেস্ক

২৫ জুন ২০১৯, ১৭:৫৮
বিশ্বকাপে সর্বোচ্চ ১০ উইকেট শিকারির ৩ জনই বাংলাদেশি
মুশফিকের সঙ্গে হাস্যোজ্জ্বল মূহূর্তে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপের ৩২তম ম্যাচ মাঠে গড়িয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মুখোমুখি লড়াইয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্যও। টাইগারদের শেষ চারে যেতে হলে তাকিয়ে থাকতে হবে বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডের পরাজয়ের দিকে।

চলমান বিশ্বকাপে প্রতিটি দলই সুযোগ পাচ্ছে নয়টি করে ম্যাচ খেলার। টাইগাররা ইতোমধ্যে শেষ করেছে নিজেদের সাত ম্যাচ। যেখানে জয় পরাজয় তিনটি করে। আর বৃষ্টিতে পরিত্যক্ত একটি ম্যাচ। তিন জয়ে বাংলাদেশের পয়েন্ট সাত। রয়েছে টেবিলের পঞ্চম স্থানে।

সেমিফাইনালে খেলার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ভারত-পাকিস্তানের বিপক্ষে টাইগারদের জয় আবশ্যক। সোমবার (২৪ জুন) আফগানিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাচ্ছে লম্বা সময়। সে সাথে রয়েছে ভরপুর আত্মবিশ্বাসও।

নিজেদের সাত ম্যাচে তিনটিতে হারলেও প্রতিপক্ষকে ছেড়ে কথা বলেনি মাশরাফিরা। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেই হারে টাইগাররা।

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাট-বলে সফল বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতেও নিয়েছেন ১০ উইকেট। চলমান বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সকিবসহ রয়েছেন আরও দুই বাংলাদেশি বোলার। চলুন জেনে নেই তারা কে কে:

পজিশন নাম দেশ ম্যাচ উইকেট বেস্ট
মোহাম্মদ আমির পাকিস্তান ১৫
জোফ্রা আর্চার ইংল্যান্ড ১৫ -
মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া ১৫ ৪-৫
লুকি ফার্গুসন নিউজিল্যান্ড ১৪
মার্ক উড ইংল্যান্ড ১২ -
প্যাট কামিন্স অস্ট্রেলিয়া ১১ -
ইমরান তাহির দক্ষিণ আফ্রিকা ১০
সাকিব আল হাসান বাংলাদেশ ১০
সাইফউদ্দিন বাংলাদেশ ১০ -
১০ মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ১০ -

উল্লেখ্য, সর্বোচ্চ উইকেট শিকারির তালিকাটি বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ পর্যন্ত সংগৃহীত। আজকে অনুষ্ঠিত ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচে এই লিস্টে পরিবর্তন আসতে পারে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড