• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপ অভিষেকে সাইফউদ্দিন ও মুস্তাফিজের কীর্তি

  ক্রীড়া ডেস্ক

২৫ জুন ২০১৯, ১৭:৪৪
মুস্তাফিজ-সাইফউদ্দিন
মুস্তাফিজ ও সাইফউদ্দিনের রেকর্ড (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অভিষেকে নেমে পেসার হিসেবে দশ উইকেটের রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। আফগানিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে গতকাল (২৫ জুন) মুস্তাফিজ দুইটি ও সাইফউদ্দিন এক উইকেট নিয়ে এ রেকর্ড গড়েন।

রেকর্ডটা সাইফউদ্দিনের এককভাবে হতে পারত, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি। প্রথম চার ম্যাচ খেলে নয় উইকেট নিয়েছিলেন সাইফ। আফগানদের বিপক্ষে শেষ উইকেট তুলে নিয়ে মুস্তাফিজকে স্পর্শ করেন তিনি।

বিশ্বকাপের কোনো এক আসরে অভিষেকে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩ উইকেট স্পিনার আবদুর রজ্জাকের। ২০০৭ বিশ্বকাপে ১৩টি উইকেট শিকার করেছেন এ বাঁহাতি স্পিনার। এবার সাইফ ও মুস্তাফিজ দুজনের সামনে রয়েছে তাকে টপকে যাওয়ার হাতছানি।

১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। সে আসরে দলের হয়ে সর্বোচ্চ ছয়টি উইকেট শিকার করেন খালেদ মাহমুদ সুজন। ২০১৫ বিশ্বকাপে নয় উইকেট নেন পেসার তাসকিন আহমেদ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড